`মা কালীর কাছে প্রার্থনা করেছি, মোদীর নেতৃত্বে সুন্দর হোক পশ্চিমবঙ্গ`: অমিত শাহ

Fri, 06 Nov 2020-12:22 pm,

একুশের বিধানসভার আগে অমিত শাহের রাজ্যসফর যথেষ্টই তাৎপর্যপূরণ। 

শুক্রবার সকালে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দক্ষিণেশ্বরে ভবতারিণীর পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

সরাসরি গর্ভগৃহে গিয়ে মা-এর আরতি করেন। সঙ্গে ছিলেন মুকুল রায় এবং দলের অন্যান্য কর্মীরা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা মন্দির চত্বর। 

এদিন তৃণমূলের নাম না করেই বিরোধীপক্ষকে একহাত নিলেন অমিত। বাংলায় তুষ্টিকরণের রাজনীতি চলছে বলেই মন্তব্য তাঁর। পাশাপাশি তাঁর বক্তব্য বাংলায় আধ্যাত্মিকতা নষ্ট হচ্ছে"

এরপর নিউটাউনের জ্যোতিনগরে মতুয়া মহাসঙ্ঘের মন্দিরে যাবেন অমিত শাহ।

দুপুর একটায় এই মন্দিরে আসবেন তিনি। মন্দির চত্বরে সাজো সাজো রব। 

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট ও তৃণমূলের পতাকায় মুড়ে দেওয়া হয়েছে এলাকার চারপাশ।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link