রাজনীতিতে পা রাখলেন শ্রীসন্থ, কংগ্রেসের শশী থারুরকে ছুঁড়লেন চ্যালেঞ্জ
২০১৩ সালে আইপিএল ফিক্সিং কাণ্ডে তাঁর নাম জড়িয়েছিল। তার পর থেকে বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন এস শ্রীসন্থ। কিন্তু বিসিসিআই কিছুতেই তাঁর কথা কানে তোলেনি। ফলে ক্রিকেট আর ফেরা হয়নি শ্রীসন্থের। বারবার চেষ্টা করেও ক্রিকেটে ফেরার কোনও পথ খুঁজে পাচ্ছিলেন না তিনি। এবার তাই অন্য রাস্তা বেছে নিলেন শ্রীসন্থ। তিনি এবার পা রাখছেন রাজনীতির ময়দানে।
কিছুদিন আগেই আদালত বিসিসিআইকে নির্দেশ দিয়েছে, শ্রীসন্থের সাজার মেয়াদ যেন সাত বছর করে দেওয়া হয়। অর্থাত্, শ্রীসন্থের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে ২০২০ সালে। তবে তাঁর ক্রিকেট কেরিয়ার যে প্রায় শেষ তা যেন আঁচ করে নিয়েছেন শ্রীসন্থ।
কঠিন সময়ে শ্রীসন্থকে সমর্থন জুগিয়েছিলেন কংগ্রেস নেতা শশী থারুর। এবার সেই শশী থারুরকেই চ্যালেঞ্জ করলেন শ্রী।
শ্রীসন্থ বিজেপিত যোগ দেবেন বলে জানিয়েছেন। লোক সভা নির্বাচনে তিনি তিরুবনন্তপূরম থেকে শশী থারুরের বিরুদ্ধে লড়বেন বলেও জানিয়েছেন।
২০২০ সালের অগাস্ট মাসে শ্রীসন্থের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে। তার পর ক্রিকেটে ফেরার রাস্তা খোলা থাকবে শ্রীসন্থের জন্য। জাতীয় দলের হয়ে তাঁর খেলার আশা আর নেই বললেই চলে। শ্রীসন্থ হয়তো এবার রাজনীতির আঙিনায় নিজেকে যাচাই করে নিতে চাইছেন।