মাঝ আকাশে সুখোই-মিরাজে ভয়ংকর সংঘর্ষ? ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার দুই যুদ্ধবিমান!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের মধ্যে ভয়ংকর সংঘর্ষ? মধ্যপ্রদেশের মোরেনার কাছে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার সুখোই-৩০ ও মিরাজ ২০০০।
ভারতীয় বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়র ঘাঁটি থেকে উড়েছিল যুদ্ধবিমান দুটি। নিয়মমাফিক উড়ানের সময়ই দুর্ঘটনাটি ঘটে। শনিবার সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
সুখোই-৩০ যুদ্ধবিমানটিতে ছিল ২ জন পাইলট। আর মিরাজ ২০০০-এ ছিল একজন পাইলট। দুর্ঘটনার পর সুখোই-৩০-এর দুজন পাইলটের প্রত্যেকেই বেরিয়ে আসতে সক্ষম হন। তবে গুরুতর জখম হয়েছেন পাইলটরা।
অন্যদিকে মিরাজের পাইলটেরও লোকেশনের খোঁজ পেয়েছে উদ্ধারকারী দল। তাঁর কাছেও পৌঁছচ্ছে ভারতীয় বায়ুসেনার বিমান। তিনি সম্ভবত মৃত। কী কারণে দুর্ঘটনা ঘটল? মাঝ আকাশেই কি সংঘর্ষ ঘটে দুই যুদ্ধবিমানের মধ্যে?
সবদিক খতিয়ে দেখে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনা প্রধানের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই ঘটনায় বিস্তারিত রিপোর্ট চেয়েছেন তিনি।
ওদিকে রাজস্থানের ভরতপুরেরও ভারতীয় সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে। উচাইনে চক নাগলা বিজা গ্রামে পিংগোরা রেলস্টেশনের কাছে ভেঙে পড়েছে যুদ্ধবিমানটি। যান্ত্রিক ত্রুটির কারণেই এই যুদ্ধবিমানটি ভেঙে পড়ে বলে জানা যাচ্ছে।