ICC World Cup 2019: ক্রিকেটের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে বিশ্বকাপের প্রতি দলে থাকবেন দুর্নীতি দমন আধিকারিক
৩০মে থেকে ইংল্যান্ড-ওয়েলসে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে ক্রিকেটের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে তত্পর বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।
বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০টি দলের সঙ্গেই এক জন করে দুর্নীতি দমন অফিসার নিয়োগ করছে আইসিসি।
ডেইলি টেলিগ্রাফের সূত্র অনুযায়ী, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ থেকে টুর্নামেন্টের শেষ পর্যন্ত এই আধিকারিকরা সংশ্লিষ্ট দলের সঙ্গে থাকবেন।
আগে প্রতিটি স্টেডিয়ামে আইসিসির দুর্নীতিদমন শাখার একজন করে অফিসার থাকতেন। এবার তাঁরাও থাকবেন, পাশাপাশি প্রতিটা দলের সঙ্গে একজন করে দুর্নীতি দমন অফিসার থাকবেন।
দুর্নীতি দমন অফিসাররা সবসময় দলের সঙ্গে থাকার ফলে ক্রিকেটাররা কে, কী করছেন বা সন্দেহজনক কিছু দেখা গেলে তা নিয়ে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইসিসি-কেও রিপোর্ট করতে পারবেন।