ICC World Cup 2019: ওভালে ধোনির গ্লাভসে নয়, গ্যালারিতে `বলিদান`!
সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি যে গ্লাভস পরে মাঠে নেমেছিলেন তাতে সেনার বলিদান ব্যাজ ছিল। আর তাই নিয়ে বিশ্বকাপে বিতর্কের বাতাবরণ তৈরি হয়।
ধোনির সেই বলিদান ব্যাজ নিয়ে আপত্তি জানায় আইসিসি। ভারতীয় বোর্ড অবশ্য ধোনির পাশে দাঁড়িয়ে আইসিসি-কে অনুরোধ জানায়।
কোনও যুক্তি মানতে নারাজ আইসিসি জানিয়ে দেয়, ধোনি পরের ম্যাচ থেকে ওই বলিদান ব্যাজ লাগানো গ্লাভস পরে মাঠে নামতে পারবেন না।
আইসিসি-র নিয়ম মেনে রবিবার ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবশ্য বলিদান ব্যাজ লাগানো কিপিং গ্লাভস বদলে অন্য কিপিং গ্লাভস পরে মাঠে নামেন ধোনি।
ধোনি গ্লাভস থেকে বলিদান ব্যাজ খুলে ফেললেও রবিবার ওভালের গ্যালারিতে চোঠে পড়ল বলিদান ব্যাজ।