ICC World Cup: বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন যাঁরা
১. চেতন শর্মা (ভারত) : ১৯৮৭ বিশ্বকাপে নাগপুরে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে নজির গড়েন ভারতের চেতন শর্মা।
২. সাকলিন মুস্তাক (পাকিস্তান): ১৯৯৯ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওভালে হ্যাটট্রিক করেন পাক স্পিনার সাকলিন মুস্তাক।
৩. চামিন্ডা ভাস (শ্রীলঙ্কা): ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসের প্রথম তিন বলে তিন উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক করেন লঙ্কান পেসার চামিন্ডা ভাস।
৪. ব্রেট লি (অস্ট্রেলিয়া): ২০০৩ বিশ্বকাপে আরও একটি হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার ব্রেট লি। ডারবানে কেনিয়ার বিরুদ্ধে এই হ্যাটট্রিকটি করেন অজি পেসার।
৫. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা): ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পর পর চার বলে চারটি উইকেট নিয়ে নজির গড়েন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা।
৬. কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ): প্রথম ক্যারিবিয়ান পেসার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের নজির গড়েন কেমার রোচ ২০১১ সালে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনি হ্যাটট্রিক করেন।
৭. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা): বিশ্বকাপে দুটি হ্যাটট্রিকের নজির রয়েছে একমাত্র মালিঙ্গার দখলে। ২০১১ বিশ্বকাপেও কেনিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন তিনি।
৮. স্টিভেন ফিন (ইংল্যান্ড): ২০১৫ বিশ্বকাপে প্রথম ইংরেজ বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন ফিন।
৯. জেপি দুমিনি (দক্ষিণ আফ্রিকা): ২০১৫ বিশ্বকাপেও দুটি হ্যাটট্রিক হয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন দক্ষিণ আফ্রিকার জেপি দুমিনি।