বল বিকৃতির অপরাধে কড়া শাস্তি আইসিসি-র, নিয়ম বদল ডাকওয়ার্থ-লুইস সিস্টেমে

Mon, 01 Oct 2018-11:10 am,

# কেপ টাউন টেস্টে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের বল বিকৃতির ঘটনা থেকে শিক্ষা নিয়ে বল বিকৃতি কাণ্ডে এবার কড়া শাস্তির বিধান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি-র৷ চালু হল আইসিসি-র নতুন কোড অফ কন্ডাক্ট

# বলের আকার পরিবর্তনের চেষ্টা করলে এবার তা আইসিসি-র 'লেভেল থ্রি' অপরাধ বলে বিবেচিত হবে৷ আগে যা 'লেভেল টু' অপরাধ বলে ধরা হত৷ নতুন নিময়ে এবার 'বল বিকৃতি' করলে(লেভেল থ্রি অফেন্সের জন্য) ১২ ডেমেরিট পয়েন্ট কাটা হবে, আগে ৮ পয়েন্ট কাটা হত৷ বল বিকৃতির অপরাধের শাস্তি হিসেবে অভিযুক্ত ক্রিকেটারকে ৬টি টেস্ট বা ১২ টি ওয়ান-ডে ম্যাচে নির্বাসনে পাঠানো হবে৷

# এছাড়া মাঠে অক্রিকেটিয় আচরণ কিংবা আম্পায়ারের সঙ্গে ঝামেলায় জড়ালে শাস্তি কড়া করল আইসিসি৷ এখন থেকে লেভেল ১,২,৩ চার্জ দিতে পারবেন ম্যাচ রেফারি৷ লেভেল ৪ চার্জের শুনানি হবে জুডিসিয়াল কমিশনে৷

# ডাকওয়ার্থ লুইস সিস্টেম (DLS) কিছু পরিবর্তন করা হয়েছে।

# এটি হল ডাকওয়ার্থ লুইস সিস্টেমের তৃতীয় ভার্সেন৷ এর আগে চার বছর আগে ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ডিএলএস-এর দ্বিতীয় ভার্সেন চালু হয়েছিল সীমিত ওভারের ক্রিকেটে৷ এই চার বছরে খেলা হয়েছে ৭০০টি ওয়ান ডে এবং ৪২৮টি টি-২০ ম্যাচ৷ ডিএলএস সিস্টেম মানে  বল-বাই-বল অ্যানালিস৷ এমনকী পাওয়ার প্লে-তেও এই নিয়ংম প্রযোজ্য ছিল৷

#  নতুন নিয়মে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে ইনিংসের শেষ দিকে যে দল বেশি রান করতে পারবে তারা একটু বেশি সুবিধা পাবে৷ যেমন ওয়ান ডে-র ক্ষেত্রে ইনিংসের শেষ ২০ ওভারের রান-রেট বেশি গুরুত্ব পাবে৷ পুরুষ ও মহিলা উভয় ক্রিকেটেই এই নিয়ম প্রযোজ্য হবে৷ ২০১৯ বিশ্বকাপের(ওয়ান ডে) কথা ভেবে বিশেষ কোনও পরিবর্তনের রাস্তায় হাঁটেনি৷

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link