মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিনব নিয়ম চালু করছে ICC
২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে আইসিসি ওমেনস টোয়েন্টি-২০ ওয়ার্ল্ড কাপ। চলবে ৮ মার্চ পর্যন্ত।
প্রথমবার বিশ্বকাপের আসরে এবার নো-বল টেকনোলজি ব্যবহার করতে চলেছে আইসিসি।
এমন কয়েকটি ক্ষেত্রে ফিল্ড আম্পায়ারের পক্ষে নিমেষে নো-বল দেখা সম্ভব হয়ে ওঠে না। ফলে নো-বল না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনেক সময় ক্ষোভ জন্মায় বিভিন্ন দলের। যা হলে হয়তো ম্যাচের মোড়ই ঘুরে যেত। এবার সেই সমস্যা দূর করতে পাশাপাশি আম্পায়ারিং নিয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে তাই অভিনব উদ্যোগ।
থার্ড আম্পায়ার এবার থেকে নজর রাখবেন নো বলের ওপরও। অর্থাত্ দায়িত্ব বাড়ছে থার্ড আম্পায়ারের। মাঠের আম্পায়ারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন তৃতীয় আম্পায়ার।
সম্প্রতি ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজে নো-বল টেকনোলজি ব্যবহার করা হয়।