ICC World Cup 2019: ফাইনালে কারা খেলবে, বলে দিলেন নাসের হুসেন ও কেভিন পিটারসন
আইসিসি-র একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে প্রথম চারে থাকা চারটি দল- ইংল্যান্ড,ভারত, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়া ২০১৯ সালের বিশ্বকাপে সেমি ফাইনালে উঠেছে।
মঙ্গলবার প্রথম সেমি ফাইনালে ভারতের সামনে নিউ জিল্যান্ড। অন্যদিকে বৃহস্পতিবার দ্বিতীয় সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।
১৪ জুলাই লর্ডসে বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হবে ভারত আর ইংল্যান্ড। জানিয়ে দিলেন কেভিন পিটারসন।
পিটারসনের সঙ্গে সহমত প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন। ১৪ জুলাই লর্ডসে বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত আর ইংল্যান্ড। আর ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড, সেকথাও বলে দেন নাসের হুসেন।