Antibiotics: কাজ করছে না অ্যান্টিবায়োটিক! `সাধারণ` রোগেও হতে পারে মৃত্যু...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাজ করবে না অ্যান্টিবায়োটিক। যারফলে মূত্রনালীতে সংক্রমণ (UTI) থেকে রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, টাইফয়েডে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে!
সতর্ক করল ICMR। বিশেষজ্ঞদের মতে, কার্যক্ষমতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক। যার ফলে সংক্রমণ প্রতিরোধ ক্ষমতাও হারাচ্ছে তারা।
ICMR-এর অ্যান্টিমাইক্রোবায়াল রেসিসটেন্স সারভেইল্যান্স নেটওয়ার্ক যে বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে, তাতে গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে নিউমোনিয়া, সেপসিস, ডায়েরিয়া প্রভৃতি রোগের নিরাময়ে ব্যবহৃত বিভিন্ন সাধারণ অ্যান্টিবায়োটিক ধীরে ধীরে কার্যক্ষমতা হারাচ্ছে।
যার মধ্যে রয়েছে cefotaxime, ceftazidime, ciprofloxacin ও levofloxacin। ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে প্রায় ২০ শতাংশ কার্যক্ষমতা হারিয়েছে এই অ্যান্টিবায়োটিকগুলি।
বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে সংগৃহীত ৯৯ হাজার ৪৯২ নমুনার উপর এই পরীক্ষা চালানো হয়েছে।
প্রসঙ্গত, আগেই বিশেষজ্ঞরা বলেছিলেন যে বিশ্বজুড়ে ৫০ কোটি মানুষ মরবে সুপার বাগে আক্রমণে, যাদের কোনও অ্যান্টিবায়োটিক মারতে পারবে না।