নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল Idea!
নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল Idea। ৭৫ টাকার এই প্ল্যানে Idea-র প্রিপেড গ্রাহকরা মোট ৩০০ মিনিট ভয়েস কল, ১ জিবি ডেটা আর ১০০টি SMS-এর সুবিধা পাবেন।
Idea-র ৭৫ টাকার এই প্রিপেড প্ল্যানে ৩০০ মিনিট লোকাল, ন্যাশানাল ও রোমিং কল-এর সুবিধা পাবেন গ্রাহকরা।
দেশের সব 4G সার্কেলেই এই প্ল্যান লঞ্চ করেছে Idea। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
Jio নেটওয়ার্কের প্রিপেড গ্রাহকরা ৯৮ টাকার প্ল্যানে আনলিমিটেড কলের সঙ্গে ১ জিবি ডেটা ও ৩০০টি SMS-এর সুবিধা পান।
Vodafone-এর প্রিপেড গ্রাহকরা ৪৭ টাকা রিচার্জে ১২৫ মিনিট টকটাইম, ৫০০ এমবি ডেটা আর ৫০টি SMS-এর সুবিধা পান।
Idea-র ৭৫ টাকার এই প্রিপেড প্ল্যান নতুন গ্রাহক কতটা টানতে পারবে, সে বিষয়ে সন্দিহান অনেকেই।