মোদী চাইলে ফোনে কথা বলতে চান ইমরান, প্রস্তাব কোণঠাসা পাকিস্তানের
ভারতের কূটনীতির কাছে নতিস্বীকার করতে বাধ্য হলেন ইমরান খান। আগামিকাল অর্থাত্ শুক্রবার আটক ভারতীয় বিমানচালককে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তার আগে শর্ত দিয়েছিল ইসলামাবাদ। কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দেয়, নিঃশর্তেই মুক্তি দিতে হবে ভারতীয় বিমানচালককে।
পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেসি জিও নিউজ-কে জানান, ''শান্তির পক্ষে পাকিস্তান। ওরা আলোচনা চাইলে আমরা তৈরি''।
নয়াদিল্লিতে পাকিস্তানের ভারতপ্রাপ্ত রাষ্ট্রদূতের হাতে পুলওয়ামা আত্মঘাতী হামলার ডসিয়ার তুলে দিয়েছে ভারত। ওই ডসিয়ারের কথা স্বীকার করে পাক বিদেশমন্ত্রী জানিয়েছেন, আপনারা সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা চাইলে আমরা তৈরি। আপনারা শান্তি চাইলে, আমরা তৈরি।
এরপরই পাক বিদেশমন্ত্রীর প্রস্তাব, নরেন্দ্র মোদী চাইলে ফোনে তাঁর সঙ্গে কথা বলতে পারেন ইমরান। নরেন্দ্র মোদী কি প্রস্তুত? সূত্রের খবর, ভারতের প্রধানমন্ত্রীকে ফোন শান্তির বার্তা দিতে চাইছেন ইমরান খান।
বিদেশমন্ত্রীর বক্তব্যের পর পাকিস্তান সংসদের যৌথ অধিবেশনে প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেন, আগামিকাল মুক্তি দেওয়া হবে আটক ভারতীয় যুদ্ধবিমান চালক উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে। ভারতের কূটনৈতিক চাপের কাছে ইমরান খান নতিস্বীকার করলেন বলে মত ওয়াকিবহাল মহলের।