Agrahayan Month: অগ্রহায়ণ মাসে এই সহজ টোটকা পালন করলেই খুলবে অর্থভাগ্য, বইবে টাকার বন্যা...
শুরু হয়ে গিয়েছে অগ্রহায়ন মাস। বাংলার অষ্টম মাস এটি। জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ কিছু পুজো রয়েছে একই সঙ্গে রয়েছে বেশকিছু টোটকাও।
অগ্রহায়ন মাসে বাড়িতে আনুন নারকেল। এই ফল খুবই পবিত্র বলে মনে করা হয়।
বাড়িতে তুলসি গাছ লাগান। প্রতিদিন সকাল সকাল জল অর্পণ করুন। সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ জ্বালান।
অশুভ দোষের হাত থেকে মুক্তি পেতে দরিদ্র-অসহায় মানুষদের নিজেদের সাধ্যমতো সাহায্য করুন।
এই মাসে ইতু পুজো হয়। গোটা মাস জুড়েই চলে। ইতু পুজো করলে কেবল ভাগ্যের উন্নতি নয়, সংসারেও শ্রীবৃদ্ধি করে।
এই মাসের যেকোনো বৃহস্পতিবার বাড়ির উত্তর-পূর্ব কোণে কলা গাছ বসান এবং নিয়মিত পুজো করুন।