বাংলায় IFA স্বীকৃত ফুটশল টুর্নামেন্ট, খেললেন অনুর্ধ্ব ১৩ মহিলা খেলোয়াড়রা
নিজস্ব প্রতিবেদন: এই প্রথম, কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল বয়সভিত্তিক ফুটশল টুর্নামেন্ট। আয়োজক IFA-র টেকনিক্যাল ডিরেক্টর অপরূপ চক্রবর্তী। প্রতিযোগিতা অংশ নিল লিভারপুর ফুটশল ক্লাবও।
কলকাতাকে বলা হয় 'ফুটবলের মক্কা'। কিন্তু ফুটশল? এই খেলার সঙ্গে একেবারেই পরিচিত নন সাধারণ ক্রীড়াপ্রেমীরা।
বাংলায় ফুটশল খেলাটি জনপ্রিয় করতে উদ্যোগ নিল IFA। বলা ভাল,একক উদ্যোগেই কলকাতায় বয়সভিত্তিক টুর্নামেন্টের আয়োজন করলেন সংস্থার টেকনিক্যাল ডিরেক্টর অপরূপ চক্রবর্তী।
এই টুর্নামেন্ট খেললেন অনুর্ধ্ব ১৩ মহিলা ফুটশল খেলোয়াড়। প্রত্যেককেই দেওয়া হল সার্টিফিকেটও।
বাংলায় আয়োজিত এই ফুটশল টুর্নামেন্টে সহযোগিতা করল ইংল্যান্ডে লিভারপুল ফুটশল ক্লাব।
ফাইনালে সরশুনা ফুটশল অ্যাকাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হল আদিবাসী ফুটশল অ্যাকাডেমি।