IIMTF 2024: শীতের মরসুমে জমজমাট `বিকিকিনির হাট` কলকাতায়...

Mon, 01 Jan 2024-7:16 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীতের মরশুমে এও যেন উৎসব! প্রতিবছরের মতো এবছরও কলকাতায় অনুষ্ঠিত হল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার (IIMTF)। আজ, ১ জানুয়ারি ছিল এই মেলার শেষদিন।

 

কলকাতায় যৌথভাবে  ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারের আয়োজন করে বেঙ্গল চেম্বার অফ কমার্স ও জিএস মার্কেটিং অ্য়াসোসিয়েটস।

এবছর মেলা শুরু হয়েছিল ১৬ ডিসেম্বর। 

সায়েন্স সিটি অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী শশী পাঁজা।

 ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, বাংলাদেশে হাই কমিশনার আন্দালিব ইলিয়াস-সহ আরও অনেকে।

 এবছর বাণিজ্য়মেলায় ছিল ১৭ দেশ ও ২২ রাজ্য়ের বিভিন্ন সামগ্রী। স্রেফ প্রদর্শনী নয়, কেনাকাটার সুযোগও ছিল।

মেলায় সামগ্রী প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থাও যেমন ছিল, তেমনি মুখোমুখি বসে আলোচনার সুযোগও পেয়েছিলেন বিভিন্ন বাণিজ্য়িক সংস্থা ও ব্য়বসায়ীরা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link