অনুশীলনে হার্টঅ্যাটাক! হাসপাতালে নিয়ে যাওয়া হল বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকাকে
এফসি পোর্তোর অনুশীলন চলাকালীন মাঠেই অসুস্থ হয়ে পড়েন স্পেনের জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক ইকের ক্যাসিয়াস।
সঙ্গে সঙ্গে ক্যাসিয়াসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিত্সকদের অনুমান, ৩৭ বছর বয়সী ক্যাসিয়াসের মাইল্ড হার্ট অ্যাটাক হয় এদিন অনুশীলনের সময়।
চিকিত্সকরা জানিয়েছেন বিপন্মুক্ত ক্যাসিয়াস। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা রয়েছে।
২০১০ সালে বিশ্বকাপজয়ী এবং ২০০৮ ও ২০১২ সালের ইউরোজয়ী ক্যাসিয়াস ২০১৫ সালে রিয়াল মাদ্রিদ ক্লাব ছাড়ার পর থেকেই পর্তুগালের ক্লাব দল এফসি পোর্তোতে খেলছেন।