``আমি ঈশ্বরের বেশি আদরের সন্তান``, সিঁদুর খেলে বললেন নুসরত জাহাঁ
দুর্গা পুজোর মহাষ্টমীতে অঞ্জলি দেওয়ায় তাঁকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এক ধর্মের মানুষ হয়ে কী করে অন্য ধর্মের আচার পালন করেন, তা নিয়ে প্রশ্ন তোলেন উত্তরপ্রদেশের এক মওলানা। উত্তরপ্রদেশের ওই মওলানার কটাক্ষের পরও তিনি যে দমছেন না, ধর্মীয় গৌড়ামি নিয়ে মাথা ঘামাচ্ছেন না তা স্পষ্ট করে দিলেন নুসরত জাহাঁ। শুক্রবার চালতাবাগানে স্বামী নিখিল জৈনের সঙ্গে সিঁদুর খেলায় হাজির হন নুসরত। সেখানে গিয়ে অভিনেত্রী বলেন, তিনি ঈশ্বরের অনেক বেশি আদরের সন্তান। সেই কারণে সব উতসবই পালন করেন তিনি। মনুষ্য ধর্মকে শ্রদ্ধা করেন এবং মানুষকে ভালবাসেন তিনি। সেই কারণেই কোনও ধরণের বিতর্ক নিয়েই তিনি মাথা ঘামান না বলে স্পষ্ট জানান তৃণমূল কংগ্রেসের এই অভিনেত্রী সাংসদ।