সিঁথিতে চওড়া সিঁদুর, Nilanjan-এর সঙ্গে ঘর বাঁধলেন Iman
পরিণতি পেল প্রেম, অবশেষে সুরকার নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh)-এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)।
ইমনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন সুরকার নীলাঞ্জন ঘোষ।
বিয়ের দিন লাল বেনারসি, সোনার গয়নায় পুরদস্তুর বাঙালি সাজে সেজেছিলেন ইমন।
ইমনের সঙ্গে সুরকার নীলাঞ্জন ঘোষ। বিয়েতে তাঁর পরনে ছিল ডিজাইনার সাদা পাঞ্জাবি ও ধুতি।
নব-দম্পতি ইমন ও নীলাঞ্জন দুজনের চোখে মুখেই উচ্ছ্বাস ধরা পড়ল।