১০ দিনে বাংলার কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ল ৩ গুণ! পরিসংখ্যান জানলে চোখ কপালে উঠবে

Fri, 12 Jun 2020-10:30 am,

প্রায় প্রত্যেক দিনই ভাঙছে গতকালের রেকর্ড। হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন প্রায় ওলিগলিতেই ঢুকে পড়েছে সংক্রমণ। আনলক ওয়ানে রাস্তায় বেরোচ্ছে আম জনতা, আর ঊর্ধ্বমুখী হচ্ছে সংক্রমণের গ্রাফচিত্র।

২জুন কলকাতার কনটেইনমেন্ট জোনের সংখ্যা ছিল ৩৫১। মাত্র  ১০ দিনের মধ্যে তিনগুণ বেড়ে সংখ্যাটা হয়েছে ১১০৯। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন রাজ্য সরকার। বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পরিযায়ীরা আসার পর করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গোটা রাজ্যের নিরিখেও গত দশদিনে কনটেনমেন্ট জোনের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।

 

২ জুন গোটা রাজ্যের কনটেনমেন্ট জোনের সংখ্যা ছিল ৮৪৪।  ১০ দিনের মধ্যে সংখ্যা বেড়ে হয়েছে ১৮০৯ পরিসংখ্যান বলছে,

পুরুলিয়াতে ২ জুন একটিও  কনটেনমেন্ট জোন  ছিল না।  এখন ওই জেলায় কনটেনমেন্ট জোন ৮৮ বাঁকুড়া ৮৮ পূর্ব বর্ধমান ৩ থেকে বেড়ে হয়েছে ১০৩

 

উত্তর ২৪ পরগনা ১৪৪ থেকে বেড়ে কনটেনমেন্ট জোনের সংখ্যা হয়েছে ২১৯ দক্ষিন ২৪ পরগনায় ৩০থেকে বেড়ে হয়েছে ৬১ তবে হাওড়া ব্যতিক্রম। সেখানে কনটেনমেন্ট জোনের সংখ্যা ২ জুন  ছিল ৭৬, এখনও তাই রয়েছে বাকি সব জেলা তেই জোনের সংখ্যা বেড়ে চলেছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link