বিশ্বে তৃতীয় ভারত, একদিনে করোনা আক্রান্ত প্রায় ৩৯ হাজার

Sun, 19 Jul 2020-10:58 am,

নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯০২ জন। গোটা ভারতে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ১০ লক্ষ ৭৭ হাজারের আশেপাশে।  যদিও সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৩ লক্ষ ৭৩ হাজার ৩৭৯।

 

নোভেল যুদ্ধে জয়ী হয়ে সুস্থ অবস্থায় এখনও পর্যন্ত বাড়ি ফিরেছেন ৬ লক্ষ ৭৭ হাজার ৪২২ জন। দেশে এ পর্যন্ত করোনার বলি ২৬ হাজার ৮১৬ জন। গত ২৪ ঘন্টায় মোট প্রাণ হারিয়েছেন ৫৪৩ জন। যদিও সুস্থতার হার ৬২.৮৬ শতাংশ।

 

দেশে এখনও করোনা আক্রান্তর শীর্ষে মহারাষ্ট্র। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ৩ লক্ষ ৯৩৭ জন। সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ২৩ হাজার ৬৭৮। ঠাকরে রাজ্যে এ পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৫৯৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৬৫ হাজার ৬৬৩ জন।

তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার ৭১৪। যার মধ্যে সক্রিয় করোনা রোগী ৪৯ হাজার ৪৫৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৩ হাজার ৮৫৬ জন। সে রাজ্যে নোভেলের বলি ২ হাজার ৪০৩ জন।

তামিলনাড়ুর থেকেও অধিক মৃত্যু দিল্লিতে। রাজধানীতে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৫৮২। যার মধ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১৬ হাজার ৭১১। করোনা কাত করে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ১ হাজার ২৭৪ জন। মোট প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৫৯৭ জন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link