Christmas in Kolkata: বড়দিনের মৌতাতে মহেশ্বর মহানগর, উদযাপনের উষ্ণতায় মাখা...
এ শহরের অন্যতম প্রাচীন চার্চ সেন্ট অ্যান্ড্রিউজ চার্চ। ১৮১৫ সালের এই চার্চের পরিবেশ ও আবহ আজও খুবই অন্যরকম।
পার্ক স্ট্রিটের সন্নিহিত অঞ্চলে রয়েছে সেন্ট থমাস। এর উঁচু সিলিং, এর রোমাঞ্চকর দেওয়াল পেইন্টিং, এর আলোকদীপ্ত বেদী, এর গ্র্যাঞ্জার-- সবটাই আলাদা রকম অনুভূতি তৈরি করে দেয়।
এদিন কলকাতায় সব চেয়ে বেশি সংখ্যক মানুষ সম্ভবত যান সেন্ট পলস ক্যাথিড্র্যালে। দারুণ এর আবহ। ভবনটির যেমন আড়ম্বরপূর্ণ উপস্থিতি, তেমনই শান্ত ও সৌন্দর্যপূর্ণ এর পরিবেশ।
সেন্ট জনস চার্চ তৈরি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। শোভাবাজার রাজবাড়ির দেওয়া জমিতে। রাজভবনের কাছাকাছি এই চার্চটি আদি কলকাতার গন্ধ গায়ে মেখে আজও দাঁড়িয়ে আছে। রীতিমতো দর্শনীয়। বড়দিনের আবহে খুবই মনোরম।
অনেকেই আবার চার্চ-ক্যাথিড্র্যালে না ঘুরে ক্রিসমাসে সন্ধের দিকে পার্ক স্ট্রিটে চলে যান। পার্ক স্ট্রিটের রাস্তায় রাস্তায় হাঁটতেও খুব ভালো লাগে এই সময়ে। পার্ক স্ট্রিটের ক্রিসমাস স্পিরিটটাই অন্যরকম।
মহানগরবাসীর একটা বড় অংশ এই সময়টায় বউবাজার-লাগোয়া বো ব্যারাকে যান। কলকাতার অন্যরকম অ্যাংলো পাড়া। এখানকার বড়দিনও খুব স্পেশাল, খুব রঙিন আর উষ্ণ।