গরুকে খাওয়াতে ব্যস্ত তৈমুর, ভাইরাল ছবি...
সইফ-করিনা যতই মানা করুন না কেন, তৈমুরকে নিয়ে পাপারাৎজারি উৎসাহের অন্ত নেই। ক্ষুদে তারকা যেখানেই যায় সেখানেই ঝলসে উঠে ক্যামেরার ফ্ল্যাশ।
তৈমুর এখন মানুষের ভালো লাগার অন্যতম কারণ হয়ে দাড়িয়েছে। সম্প্রতি তৈমুরের জনপ্রিয়তার কথা মাথায় রেখে পুতুলও বের হয়েছে বাজারে।
বুধবার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গরুকে খাওয়াতে দেখা গেল ছোট্ট নবাবকে।
তৈমুরের গরুকে খাওয়ানোর দৃশ্যও ভাইরাল হয়ে যায়।
গরুকে খাওয়াতে পেরে খুশিতে আত্মহারা হয়ে যায় ছোট্ট নবাব।