IPL 2021: এই `আনক্যাপড` ভারতীয় ক্রিকেটাররাই ছাপ রাখলেন স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্টে
কোভিড (COVID-19) ধাক্কায় মাঝ পথেই বন্ধ হয়ে চোদ্দতম আইপিএল (IPL 2021)। এখনও বাকি ৩১টি ম্যাচ। আইপিএল কোনও কারণে যদি এ বছর বিসিসিআই (BCCI) পুণরায় শুরু করতে না পারে, তাহলে ক্ষতি হবে ২৫০০ কোটি টাকা। এমনটাই জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli)। মনে করা হচ্ছে সেপ্টেম্বরে ফের আইপিএল অনুষ্ঠিত হতে পারে 'করোনা-ফ্রি' কোনও দেশেই। প্রতিবারের মতোই এবারও বেশ কিছু আনক্যাপড (দেশের হয়ে এখনও যাঁরা খেলেননি) ভারতীয় ক্রিকেটার তাঁদের পারফরম্যান্সে নজর কাড়লেন। এই প্রতিবেদনে থাকছে সেই পাঁচ ক্রিকেটারেরই কথা। তাঁরা হলেন- রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), আবেশ খান (Avesh Khan), রবি বিষ্ণোই (Ravi Bishnoi), হর্ষল প্যাটেল (Harshal Patel) এবং অর্শদীপ সিং (Arshdeep Singh)
রুতুরাজ গায়কোয়াড় ব্যাট হাতে কী করতে পারেন তার প্রমাণ গতবছর সংযুক্ত আরব আমিরশাহীতেই দিয়েছেন তিনি। চলতি মরসুমে চেন্নাই সুপার কিংসের (CSK) ব্যাটসম্যান ফাফ দু প্লেসির (Faf du Plessis) সঙ্গে ওপেন করতে নেমে তাঁর প্রতিভার ছাপ রেখেছেন। প্রথম তিন ম্যাচে ব্যর্থ রুতুরাজ জ্বলে ওঠেন চার নম্বর ম্যাচে। মুম্বইতে কেকেআরের (KKR) বিরুদ্ধে ফাফের সঙ্গে ওপেনিং জুটিতে সেঞ্চুরি পার্টনারশিপ করেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪৪ বলে ঝোড়ো ৭৫ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন। চলতি বছর সিএসকে-র দুর্দান্ত ব্যাটিংয়ের অন্যতম কারণ ছিলেন রুতুরাজ। ৭ ম্যাচে ১৯৬ রান করেন তিনি।
দিল্লি ক্যাপিটালসের এই মরসুমের তারকা হয়ে ওঠেন আবেশ খান। ৮ ম্যাচে ১৪ উইকেট নেওয়া আবেশ টুর্নামেন্টের যুগ্ম দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ডান হাতি ফাস্ট-মিডিয়াম পেসার রানকে নিয়ন্ত্রণে রাখার সঙ্গেই তুলে নিতে পারেন উইকেট। আবেশের ইকনমি রেট ৭.৭। দেখতে গেলে কাগিসো রাবাদার জুতোতেই পা গলিয়ে তিনি নিজের ছাপ রেখেছেন। বিশ্ব টেস্ট ফাইনাল এবং ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। স্ট্যান্ড বাই বোলার হিসাবে অর্জন নাগওয়াসওয়ালা, অভিমন্যু ঈশ্বরণ, প্রসিদ্ধ কৃষ্ণার সঙ্গে আবেশও যাচ্ছেন ইংল্যান্ডে। আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কারই পেলেন তিনি।
রবি বিষ্ণোই, এই নামটা সম্ভবত সারপ্রাইজ প্যাকেজ। ২০ বছরের লেগ স্পিনার পঞ্জাব কিংসের হয়ে ৪ ম্যাচ খেলেই নিজের প্রতিভা চিনিয়েছেন। মিডল ওভারগুলিতে এসে তিনি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। এমনকী তিন ম্যাচে অসাধারণ ভাবে রান চেপেছেন রবি। ৪ ম্যাচ ৪ উইকেট নিলেও আলোচনায় এসেছেন নিজের পারফরম্যান্সের সৌজন্যেই।
অর্শদীপ সিং, পঞ্জাব কিংসের এই বাঁ-হাতি সিমার ক্রিকেট পণ্ডিতদেরও নজরে এসেছেন। ৬ ম্যাচে ৭ উইকেট নেওয়া অর্শদীপ পঞ্জাবের হয়ে এই মরসুমের প্রথম ম্যাচেই জ্বলে ওঠেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩ উইকেট তুলে নেন। নির্দিষ্ট কোটার বল করে দিয়েছিলেন ৩৫ রান।
হর্ষল প্যাটেল এই আইপিএলের সবচেয়ে চর্চিত নাম। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলার ৭ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন। বোলিং স্ট্রাইক রেট বজায় রেখেছিলেন ৯.৮-এ। বলার অপেক্ষা রাখে না, হর্ষলই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন। ডেথ ওভারে বোলিং দক্ষতার প্রমাণ দেওয়ার পাশাপাশি মিডল ওভারে তুলে নিয়েছেন অবলীলায় উইকেট। আহমেদাবাদের বছর তিরিশের বোলার মুম্বইয়ের বিরুদ্ধে একাই পাঁচ উইকেট তুলে ইতিহাসে নিজের নাম লিখিয়ে ফেলেন। আইপিএলের এর আগে কোনও বোলার মুম্বইয়ের বিরুদ্ধে ৫ উইকেট নিতে পারেননি। সেটাই করে দেখিয়ে নিজের পারফরম্যান্স ঐতিহাসিক করে রাখেন হর্ষল। ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।