আবু জানি-সন্দীপ খোসলার পার্টিতে ফের একসঙ্গে মালাইকা-অর্জুন

Sat, 03 Nov 2018-6:24 pm,

শুক্রবার দিওয়ালি পার্টির আয়োজন করেন ফ্যাশান ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলা। সেখানেই দেখা গেল অন্যন্যা পান্ডে ও সানায়া কাপুরকে।

আবু জানি সন্দীপ খোসলার পার্টিতে জয়া বচ্চন ও শ্বেতা বচ্চন নন্দা।

দিওয়ালি পার্টিতে হাজির অভিনেত্রী এশা গুপ্তা ও কসটিউম ডিজাইনার মাসাবা গুপ্তা।

কালো লেহেঙ্গায় গর্জিয়াস সাজে পার্টিতে হাজির ছিলেন মালাইকা। 

কালো শেরওয়ানি পরে পার্টিতে ঢুকলেন অর্জুন কাপুর।

পার্টিতে হাজির ছিলেন করণ জোহর, দেখা গেল নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীকে।

পার্টিতে ঢুকতে দেখা গেল শ্রদ্ধা কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রাকে। 

দিওয়ালি পার্টিতে গর্জিয়াস পোশাকে দেখা গেল স্বরা ভাস্কর, নেহা ধুপিয়া ও রেহা কাপুরকে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link