Bank Holidays In February 2025: ২৮ দিনের ফেব্রুয়ারিতে ব্যাংক বন্ধ ৮ দিন! জলদি সেরে ফেলুন লেনদেন, মাসের শুরু থেকেই...

Thu, 30 Jan 2025-7:58 pm,

আর একদিন তারপরই ফেব্রুয়ারি মাস। চলতি বছরে ২৮ দিনে মাস এটি। তার মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবার ছাড়াও বেশ কিছুদিন ব্যাংক বন্ধ থাকবে। 

আরবিআই প্রতি বছরই ছুটির তালিকা প্রকাশ করেন। আগামী মাসে ১৪ দিনের মতন ব্যাংক বন্ধ থাকবে। 

যদিও ইন্টারনেট ব্যাঙ্কিং এবং UPI-এর মতো ব্যাঙ্কিং পরিষেবাগুলি এই সময়ে চালু থাকবে৷ যদিও আঞ্চলিক উৎসবগুলির কারণে বিভিন্ন দিন জুড়ে এই ১৪ দিনের ছুটি।

আরবিআই-এর তালিকা অনুসারে, সরস্বতী পূজা, গুরু রবিদাস জয়ন্তী, ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তী, রাজ্য দিবস এবং মহাশিবরাত্রির মতো উৎসবগুলির জন্য বন্ধ থাকবে। 

৩ ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে আগরতলায় ব্যাংক বন্ধ থাকবে। ১১ ফেব্রুয়ারি থাই পৌষের কারণে চেন্নাইতে ব্যাংক বন্ধ থাকবে। ১২ ফেব্রুয়ারি গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে সিমলায় ব্যাংক বন্ধ থাকবে। ১৯ ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তী উপলক্ষে বেলাপুর, নাগপুর এবং মুম্বইতে ব্যাংক বন্ধ থাকবে।

২০ ফেব্রুয়ারি রাজ্য দিবস উপলক্ষে আইজল এবং ইটানগরে ব্যাংক বন্ধ থাকবে। ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, হায়দ্রাবাদ (অন্ধ্রপ্রদেশ), হায়দ্রাবাদ (তেলেঙ্গানা), জয়পুর, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বাই, নাগপুর, রায়পুর, রাঁচি, শিমলা, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাংক বন্ধ থাকবে।  ২৮ ফেব্রুয়ারি গ্যাংটক অঞ্চলে লোসার উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

ব্যাঙ্কের ছুটি ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা প্রভাবিত করে না। সকলেই যথারীতি ইন্টারনেট ব্যাঙ্কিং বা UPI-এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারেন। দরকারে এটিএম ব্যবহার করতেও পারেন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link