বয়স নিয়ে বহু সমালোচনার মুখে, দাম্পত্যের আজ ৩ বছর
নিজস্ব প্রতিবেদন: Milind Soman এবং Ankita Konwar এর ভালোবাসা তাঁদের ভক্তদের কাছে অনুপ্রেরণা দেয়। সোশ্যাল মিডিয়ায় প্রায়শয় এই দম্পতি নিজেদের ভালবাসার মুহূর্ত শেয়ার করে চর্চায় থাকেন তাঁরা।
এই দম্পতির বয়সের পার্থক্য থাকায় নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা সমালোচনার মুখোমুখি হয়েছেন তাঁরা। তবে সমালোচকদের পাত্তা না দিয়ে বেমালুম নিজেদের সুন্দর ছবি পোস্ট করেছেন। একসঙ্গে পথ চলার ৩ বছর পার করল এই দম্পতি।
এই বিশেষ দিন তাঁরা নিজেদের মতো করে কাটাচ্ছেন, এমন বিশেষ দিনে একে অপরের সঙ্গে কাটান সুন্দর মুহূর্ত নিজেদের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই জুটি বিশষ দিনে একে অপরকে ভালোবাসার কথা জানিয়েছেন। Milind Soman তাঁর পোস্টে জানিয়েছেন তিনি অঙ্কিতার সঙ্গে কাটান প্রতিটি পাগলামির মুহূর্ত মিস করেন।
অন্যদিকে অঙ্কিতা তাঁর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানিয়েছেন Milind এর সঙ্গে কাটান প্রতি মুহূর্ত তাঁর কাছে রোমাঞ্চকর, প্রতিটি দিন তাঁর কাছে ভ্যালেনটাইনস ডে।
পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন এই জুটি। সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজেদের কাটান ভাল মুহূর্ত তাঁরা শেয়ার করেন, সম্প্রতি Milind Soman তাঁর একটি টি-শার্ট পরে ছবি দিয়েছেন যেখানে নিজেদের ছবি প্রিন্ট করা রয়েছে।