মদনের উদ্যোগে কলকাতার ট্যাক্সি সাজল বাংলাদেশের পতাকায়
অর্ণবাংশু নিয়োগী: বঙ্গবন্ধু শতবর্ষ পূর্তিতে সম্প্রিতি র্যালি। যাত্রা শুরু হচ্ছে আগামীকাল। বাংলাদেশের ঢাকা, ময়মনসিং-সহ একাধিক জায়গা ঘুরবে গাড়ি।
শেষে শিলিগুড়ি হয়ে আগামী ৭ তারিখ ফিরবে। আর এই র্যালিতে অংশগ্রহনের জন্য কলকাতার একটি হলুদ ট্যাক্সি সাজিয়ে তোলা হয়েছে।
মৈত্রী বন্ধনে যার গায়ে ভারত-বাংলাদেশ জাতীয় পতাকার আঁকা হয়েছে। এমনকী, রবীন্দ্রনাথ থেকে কাজী নজরুলেরও ছবি রয়েছে।
গোটা বিষয়টির দায়িত্বে রয়েছেন মদন মিত্র। তিনি জানিয়েছেন, 'কলকাতা অটো মোবাইলের তরফে এই র্যালির আয়োজন করা হয়েছে। ট্যাক্সিটি সামনে থাকবে। তার সঙ্গে আর তিরিশটি গাড়ি যাবে। দুই দেশের বন্ধুত্ব আরও গভীর করাই এই র্যালির মূল লক্ষ্য।’’
এদিন সেই ট্যাক্সি দেখা গেল শহরের রাস্তায়। যদিও আজ যাত্রীদের নিয়েই আর পাঁচ দিনের মতো যাত্রা করছে মৈত্রী ট্যাক্সি।