আয়কর দাতাদের জন্য সুখবর, IT Return দাখিলের সময়সীমা অনেকটাই বাড়াল কেন্দ্র
করোনা পরিস্থিতিতে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে বড়সড় ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস(CBDT)।
দেশে করোনা অতিমারীর কথা মাথায় রেখে ২০২০-২১ সালের ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ২ মাস বাড়িয়ে করা হল ৩০ সেপ্টেম্বর। এর আগে এই সময়সীমা ছিল ৩১ মে।
যেসব কোম্পানির অর্ডিট প্রয়োজন হয় তাদের আয়কর জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে করা হল ৩১ অক্টোবর পর্যন্ত।
ব্যক্তিগত ভাবে যারা ITR-1 ও ITR-4 নম্বর ফর্ম ভরে আয়কর রিটার্ন ফাইল করেন তাদের ওই রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত।
CBDT-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে কোম্পানিগুলির আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে। কোম্পানিগুলিতে তাদের কর্মচারীদের ফর্ম-১৬ দিতে হবে ১৫ জুলাইয়ে মধ্যে।
ট্যাক্স অর্ডিট রিপোর্ট ফাইল করার সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৩১ অক্টোবর পর্যন্ত।