Income Tax Return ফাইল না করলে কত টাকার জরিমানা দিতে হবে? জেনে নিন

Wed, 30 Dec 2020-12:42 pm,

নিজস্ব প্রতিবেদন: Income Tax Return করার দিন প্রায় শেষ। করোনার জন্য যাঁরা Income Tax File করতে পারেননি তাদের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছিল। হাতে আর মাত্র এক দিন। তাই দেরি না করে আজই ভরে ফেলুন Income Tax File। 

অনলাইন অফলাইন দুটি ভাবেই Income Tax File করতে পারবেন। দেরি করলেই 234F বিভাগের আওতায় আপনাকে জরিমানা দিতে হতে পারে।  

আপনি যদি ১ জানুয়ারি ২০২১ এ ITR  করেন, তবে আপনাকে প্রায় ১০,০০০ টাকার জরিমানা দিতে হতে পারে। 

 

এই জরিমানা অবশ্যই রোজগারের উপর নির্ভর করে। গত বছর এই জরিমানাই ছিল প্রায়  হাজার পাচেক টাকা। 

 

Income Tax Department website এ প্রকাশিত গাইডলাইন মোতাবেক আপনি যদি ইনকাম ট্যাক্সের আওতায় না পরেন তাহলে দেরি করে ফাইল করলেও আপনাকে এই জরিমানা দিতে হবে না।  

৫ লাখে জরিমানা দিতে হবে ১,০০০ টাকা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link