IND vs NZ: চিন্নাস্বামীতে চিৎপটাং ভারত, ৫ জন ০ রানে আউট, ৯১ বছরের সর্বনিম্ন স্কোরের লজ্জা!
চিন্নাস্বামীতে চিৎপটাং টিম ইন্ডিয়া! বেঙ্গালুরুতে গত বুধবার ভারত-নিউ জিল্যান্ড, প্রথম টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। আর দ্বিতীয় দিন ভারতকেই ধুয়ে দিল নিউ জিল্যান্ডের পেসাররা। টস জিতে প্রথমে ব্য়াট করতে নেমে ভারত গুটিয়ে গেল মাত্র ৪৬ রানে! হ্য়াঁ, ঠিকই পড়লেন। ঘরের মাঠে এটাই ভারতের সর্বনিম্ন রান!
দুই কিউয়ি পেসার ম্য়াট হেনরি, উইলিয়াম ও'রোক ভারতীয় ব্যাটারদের শিরদাঁড়া ভেঙে গুঁড়িয়ে দিলেন। বৃষ্টি ভেজা পিচে তাঁদের আগুনে গতিতে পুরো ঝলসে গেল টিম ইন্ডিয়া। হেনরি তুলে নিলেন ৫ উইকেট, ও'রোক পেলেন ৪ উইকেট! এক উইকেট টিম সাউদির।
যে দলের স্কোরবোর্ডে ওঠে মাত্র ৪৬ রান, সেই দলের কেউই যে ব্য়াট হাতে দাঁড়াতে পারেনি, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এদিন ৫ ব্য়াটার ফিরলেন ০ রানে। বিরাট কোহলি, সরফরাজ খান (শুভমন গিলের পরিবর্তে দলে ঢোকা), কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন সেই তালিকায় রয়েছেন। দলের সবচেয়ে বেশি রান ঋষভ পন্থের (৪৯ বলে ২০), তারপরে থাকবেন যশস্বী জয়সওয়াল (৬৩ বলে ১৩)!
২০২৪ সালে এসে ভারত গুটিয়ে গেল ৪৬ রানে! শেষবার ভারত ঘরের মাঠে ৭৫ রানে অল-আউট হয়েছিল দিল্লিতে ১৯৮৭ সালে। ৯১ বছরে ভারতে এটাই টেস্টে সবচেয়ে কম স্কোর। ভারতের এমন লজ্জা খুব একটা নেই!
ইন্টারনেটে এখন রোহিত শর্মার দলকে ধুয়ে দিচ্ছেন ফ্য়ানরা। সকলের এখন বক্তব্য়, এই দলের অতিরিক্ত আত্মবিশ্বাসই ডুবিয়ে দিল পুরো!