IND vs PAK, ICC T20 World Cup 2022: বিরাট যজ্ঞে পাক বধে মাত বলি থেকে টলি

Ranita Goswami Sun, 23 Oct 2022-8:33 pm,

ভারত কী ম্যাচ খেলল, একমাত্র কিং বিরাট কোহলি। সত্যিই খুশি দিওয়ালি। 

টান টান উত্তেজনা ভারত পাকিস্তানকে হারিয়ে দিতেই লাফিয়ে ওঠেন  বরুণ ধাওয়ান। সেই ভিডিয়ো পোস্ট করে বরুণ লিখেছেন দিওয়ালির আগে ভারতের অবিশ্বাস্য জয়। পাকিস্তান ভালো খেলেছে। তবে কিং বিরাটের সেরা ম্যাচ। 

অনিল কাপুর টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে এই জয়কে সেরা দিওয়ালি গিফট বলেই বর্ণনা করেছেন। 

সুস্মিতা সেন লিখেছেন, 'কী দারুণ খেলা, ভারতের জয়। স্যালুট বিরাট কোহলি'

ভারতের জয়ের পর অভিষেক বচ্চন ট্যুইটারে লিখেছেন, ইয়েস, কাম অন ইন্ডিয়া, ভারত প্যাক ম্যাচ। 

রেস্তোরাঁয় বসে খেলা দেখছিলেন ভারত পাকিস্তানকে হারানোর পরই সেখানে ঠিক কী অবস্থা হয়েছিল তা ভিডিয়ো করে পোস্ট করেছেন অভিনেতা সৌরভ দাস। 

তারকা সাংসদ দেব লিখেছেন, কী ম্যাচ খেলল ইন্ডিয়া, বিরাট তো ঝড় তুলল। 

পরমব্রত নিজের হাতের আঙুলের ছবি দিয়েছেন, যেখানে একটি আঙুল ছাড়া বাকি আর কোনও আঙুলেই নখ নেই। লিখেছেন, এটা হল আমার হাতের আঙুল, প্রতিটিতেই বড় নখ ছিল, ভারত পাকিস্তান লড়াই শুরু হতেই এই ফল হয়েছে। কোহলি সবসময় মনে থাকবে। 

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই জয়ে ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ফেসবুক পোস্টে তিনি বিরাট কোহলির প্রশংসা করে লিখেছেন 'কোহলিযুগ'

পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর দৌড়ে আসছিলেন বিরাট কোহলি। মাটিতে হাঁটু গেড়ে বসে মুষ্টিবদ্ধ হাত মাটিতে তিনবার ঠুকলেন, তারপরই তাঁকে এসে জড়িয়ে ধরলেন হার্দিক পান্ডিয়া। সেই মুহূর্তের ভিডিয়োটিই ফেসবুকে শেয়ার করে পরিচালক প্রযোজন শিবপ্রসাদ মুখোপাধ্যায় লিখেছেন কিং কোহলি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link