Inden LPG Composite Cylinder: গ্রাহকদের জন্য সুখবর! এবার কলকাতায় ৬৫২ টাকায় এলপিজি সিলিন্ডার

Wed, 05 Jan 2022-11:03 pm,

নিজস্ব প্রতিবেদন: এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তিত সাধারণ মানুষ। মাথায় হাত মধ্যবিত্তের। এই অবস্থায় খুশির খবর দিল LPG গ্যাস সিলিন্ডার সরবরাহকারী সংস্থা ইন্ডেন (Inden)।  

এবার অপেক্ষাকৃত অনেক কম দামে পাওয়া যাবে LPG গ্যাস সিলিন্ডার। মাত্র ৬৩৪ টাকায় ১৫ কেজির কম্পোসিট গ্যাস সিলিন্ডারের (LPG Composite Cylinder) ব্যবস্থা করেছে ইন্ডেন (Inden) কর্তৃপক্ষ।

LPG Composite Cylinde-এর ওজন ১৫ কেজি। যা ডোমেস্টিক স্টিল সিলিন্ডারের প্রায় অর্ধেক। খালি সিলিন্ডারের ওজন ৫ কেজি। প্রতি সিলিন্ডারে গ্য়াস থাকে ১০ কেজি। 

দুর্ঘটনা রুখতে সাহায্য করবে এই এলপিজি কম্পোসিট গ্যাস সিলিন্ডার। কোনও ভাবে আগুন লাগলে বিস্ফোরণ হবে না। বরং সিলিন্ডারটি জ্বলে যাবে।

ইন্ডিয়ান অয়েল সূত্রে খবর, ১৫ কেজি LPG Composite Cylinde-এর মুম্বইতে দাম ৬৩৪ টাকা। কলকাতায় দাম ৬৫২ টাকা। চেন্নাইতে দাম ৬৪৫ টাকা এবং লখনউতে দাম ৬৬০ টাকা।

ইন্ডিয়ান অয়েল সূত্রে খবর, ১৫ কেজি LPG Composite Cylinde-এর ইন্দোরে দাম ৬৫৩ টাকা, ভোপালে দাম ৬৩৮ টাকা, গোরক্ষপুরে দাম ৬৭৭ টাকা এবং পাটনায় দাম ৬৭৭ টাকা।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link