কীভাবে চিনবেন ফোনের আসল চার্জার, জেনে নিন
দামি ফোনে অনেকেই নকল চার্জার ব্যবহার করে থাকেন। এতে ফোনের মারাত্মক ক্ষতি হয়। কখনও বা ফোন ফেটে গিয়ে মালিককে ঘায়েল করেছে কিংবা মেরে ফেলেছে বলেও শোনা যায়। তাই নকল চার্জার ব্যবহার ছাড়ার পাশাপাশি চিনে নিতে হবে আসল চার্জার। জেনে নিন কীভাবে তা চিনবেন-
অ্যাপল-আসল চার্জারে লেখা থাকে ডিজাইনড বাই অ্যাপল ইন ক্যালির্ফোনিয়া ও ফোনের লোগোটি থাকে ঝকঝকে। নকল চার্জারে লোগোর রঙ হয় হালকা। নির্মাতার নামও লেখা থাকে না।
স্যামসাং-আসল স্যামসাং চার্জার চেনা বেশ শক্ত। তবে নকল চার্জার হলে অ্যাডাপটারের গায়ে লেখা থাকতে পারে এ প্লাস বা মেড ইন চায়না।
ওয়ানপ্লাস-ঠিকঠাক জায়গা থেকে ওয়ানপ্লাসের ড্যাস চার্জার না কিনলে ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল। আসল ওয়ানপ্লাস চার্জারে চার্জ করলে ফোনে ব্যাটারির সংকেতের সঙ্গে একটি ফ্ল্যাস সিম্বল দেখা যায়।
শাওমি-নকল চার্জারের কেবলের দৈর্ঘ আসলের(১২০ সেন্টিমিটার) থেকে অনেকটাই কম থাকে। অ্যাডাপটারের আকার খুব বড় হয় না।
হুয়ায়-চার্জারের বার কোড স্ক্যান করে সেই তথ্য অ্যাডাপটারের গায়ে লেখা তথ্যের সঙ্গে মিলিয়ে নিতে হবে।