স্বাধীন ভারতের ক্রিকেট কৃতিত্ব

Wed, 15 Aug 2018-10:54 am,

সাল ১৯৫২, ক্রিকেটে প্রথম সিরিজ জয় ভারতের। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ২-১-এ টেস্ট সিরিজ জিতেছিল ভারত। দিল্লি এবং মুম্বই, পরপর দুটি টেস্ট জিতেছিল ভারতীয় দল।

সাল ১৯৬১-৬২, ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সিরিজ জয় ভারতের। নারি কন্ট্রাক্টরের নেতৃত্বাধীন ভারত ৫ টেস্টের সিরিজ জিতেছিল ২-০-তে। প্রথম তিনটি টেস্ট ড্র হলেও শেষ দুটি টেস্টে বাজিমাত করেছিলেন অলরাউন্ডার সেলিম দুরানি। 

সাল ১৯৬৭, উপমহাদেশের বাইরে ভারতের প্রথম সিরিজ জয়। নিউ জিল্যান্ড-কে ৩-১-এ হারিয়েছিল মনসুর আলি খান পতৌদির ভারত।

১৯৭১, অজিত ওয়াদেকরের ভারত হারায় প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজ-কে। দিলীপ সরদেশাই এবং সুনীল গাভস্কর, এই দুই মুম্বইকরই ছিলেন ক্যারিবিয়ান জয়ের  নায়ক।

ওই একই বছর ইংল্যান্ডেও সিরিজ জিতেছে ভারত। 

১৯৮৩, ভারতের ঐতিহাসিক প্রুডেনশিয়াল কাপ (বিশ্বকাপ) জয়। সেমি ফাইনালে ইংল্যান্ড আর ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ-কে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল কপিল দেবের ভারত।

ওই বছরই স্যার ডন ব্র্যাডম্যানের সর্বকালের সেরা ২৯ টেস্ট শতরানের রেকর্ড ভেঙে দেন সুনীল গাভস্কর। 

১৯৮৫ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পাকিস্তান-কে হারিয়ে ইতিহাস তৈরি করে ভারত। ক্রিকেটের এই বিশ্ব চ্যাম্পিয়নশিপেই আবিষ্কার হন রবি শাস্ত্রী। 

সাল ১৯৮৭, পাকিস্তান-কে সঙ্গে নিয়ে বিশ্বকাপ আয়োজন করে ভারত। কলকাতার ইডেনে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ফাইনাল। চ্যাম্পিয়ন হয় অ্যালান বর্ডারের অস্ট্রেলিয়া।

ওই বছরই টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের শৃঙ্গে পৌঁছন মাস্টার সুনীল গাভস্কর।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link