ভারতের প্রথম ১০ ধনী ব্যক্তি, মুকেশ আম্বানি ছাড়া কে কে রয়েছেন তালিকায়?

Wed, 07 Apr 2021-10:14 am,

নিজস্ব প্রতিবেদন: দেশে কোটিপতিদের তালিকায় শীর্ষে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (RIL) চেয়ারম্যান মুকেশ আম্বানি (Forbes)। ফোর্বস পত্রিকার বিচারে দেশের শীর্ষ ১০ কোটিপতির তালিকায় একেবারে প্রথমে তিনি। বিশ্বের শীর্ষ ৩৫ কোটিপতির তালিকায় তিনি অবশ্য দশম স্থানে।

ভারতীয় কোটিপতির তালিকায় মুকেশ আম্বানির পরেই রয়েছেন গৌতম আদানি। গৌতম আদানির নাম উঠে আসে পরিকাঠামো তৈরির দুনিয়ায়। তিনি এখন ৫০.৫ বিলিয়নের মালিক।  

 

শিব নাদার HCL Technologies মালিক। তিনি এখন ২৩.৫ বিলিয়নের মালিক। 

রিটেল ও ইনভেস্টমেন্টে অন্যতম নাম রাধাকৃষ্ণ দামানির। ইনি ১৬.৫ বিলিয়নের মালিক।  

 Kotak Mahindra Bank-র মালিক উদয় কোটাক। ২০২১ সালে ১৫.৯ বিলিয়নের মালিক। 

লক্ষী মিত্তালের রোজগারের মূল ভিত্তি স্টিল। তিনি অবশ্য এখন থাকেন লন্ডনে। ২০২১ সালে তিনি ১৪.৯ বিলিয়নের মালিক। 

 

কুমার বিড়লার আওতায় অনেকটাই সংস্থা রয়েছে। যার মধ্যে রয়েছে Vodafone Idea, সিমেন্ট আরও অনেক কিছু। তিনি এখন ১২.৮ বিলিয়নের মালিক। 

পুনওয়ালার নাম করোনা কালে অনেকের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে। ভ্যাকসিন তৈরির সংস্থা রয়েছে পপুনওয়ালার। ২০২১ সালে ১২.৭ বিলিয়নের মালিক ইনি। 

দিলীপ শাংঘাভি ভারতে ওষুধের তৈরির জগতে রয়েছে তাঁর নাম। কোম্পানির নাম Sun Pharmaceuticals। ২০২১ সালে ১০.৯ বিলিয়নের মালিক তিনি। 

 

টেলিকম ইন্ডাস্ট্রির সুনীল মিত্তাল। দিল্লির বাসিন্দা। ২০২১ সালে তিনি ১০.৫ বিলিয়নের মালিক। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link