দেশের সব থেকে দামি স্কুটার—এর দাম কমে গেল দু`লাখ টাকা
এক ধাক্কায় দুলাখ টাকা দাম কমে গেল দেশের সব থেকে দামি স্কুটারের। ২০১৬ সালে Piaggio India ভারতে লঞ্চ করেছিল limited edition Vespa 946 Emporio Armani scooter.
দেশের সব থেকে দামি স্কুটারের দাম ১২.০৪ লাখ টাকা (এক্স শোরুম)। এবার সেটার দাম কমে দাঁড়াল ১০ লাখ টাকার ঘরে। এই লিমিটেড এডিশন—এর স্কুটার মাত্র তিনটি ইউনিট ভারতের বাজারে ছাড়া হয়।
কেন এত দাম এই স্কুটারের? আসলে এই স্কুটার ডিজাইন করেছিলেন বিশ্বেখ্যাত ডিজাইনার Emporio Armani. Giorgio Armani ও Piaggio, এই দুই ইতালিয়ান সংস্থার হাত ধরে বাজারে এসেছে এই সুন্দর স্কুটার।
Giorgio Armani—র ৪০তম জন্মদিন ও Piaggio Group—এর ১৩০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই লিমিটেড এডিশন স্কুটার লঞ্চ করেছিল। স্কুটারটির বিভিন্ন জায়গায় ব্র্যান্ডের নাম লেখা রয়েছে। এমনকী হেডলাইট—এও।
ভেসপা স্কুটার প্রথম উত্পাদন করা হয়েছিল ১৯৪৬ সালে। তাই এই স্কুটারের নাম রাখা হয়েছিল ভেসপা ৯৪৬। ভারতের মার্কেটের জন্য তিন ইউনিট স্কুটার প্রস্তুত করা হলেও এখন মাত্র একটিই রয়েছে।