কেন ২৬ জানুয়ারি তারিখেই পালিত হয় প্রজাতন্ত্র দিবস? কী বিশেষ তাৎপর্য এ দিনটির জানেন?
প্রতি বছরই দিনটিতে একটি কুচকাওয়াজের আয়োজন করা হয়। আর এই ঐতিহ্যবাহী কুচকাওয়াজে আমন্ত্রিত থাকেন একজন করে রাষ্ট্রনেতা। এবার আমন্ত্রিত মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ এল-সিসি। তিনি এবারের 'চিফ গেস্ট'। তিনি জানিয়েছেন, গেস্ট অফ অনারের সম্মান পেয়ে তিনি আপ্লুত।
প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য বিপুল! প্রতি বছর দিল্লির রাজঘাট থেকে বিজয়পথ বরাবর কুচকাওয়াজের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থাকে আর্মি, নেভি, এয়ার ফোর্সের বিভিন্ন রেজিমেন্ট।
অশ্বারোহী দলও অনুষ্ঠানের জন্য সুন্দরভাবে উপস্থাপিত হয়। বিভিন্ন রাজ্যের জন্য নির্দিষ্ট গান বাজানো হয়। সব মিলিয়ে একটা সুন্দর ছবি তৈরি হয় এদিন।
ভারত ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন হয়েছিল। কিন্তু ১৯৫০ সালের ২৬ জানুয়ারি গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক ও সার্বভৌম এক রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে ভারত।
পরবর্তীকালে ২৬ জানুয়ারি দিনটি জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। সেই সঙ্গে দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতি পায়।
১৫ অগাস্টকে স্বাধীনতা দিবস পালন করা হয় কারণ, এই দিনে ভারত ব্রিটিশশাসন থেকে মুক্তি পেয়েছিল। আর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয় কারণ, সংবিধানের সহযোগিতায় একটি গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এ দেশ।