বিবাদ মেটাতে বৈঠকে ভারত ও চিন, রফা সূত্র কি মিলবে?
নিজস্ব প্রতিবেদন: লাদাখ সীমান্তে ভারত ও চিনের সীমানা নিয়ে বিবাদ অব্যাহত। ৩৫০০ কিলোমিটার সীমানার দখল নিয়ে উত্তেজনা ছড়িয়েছে সীমান্তে। পরিস্থিতি এমনই হয়েছিল গত ৯ মে ভারতীয় টহলকারী দলের ১৫ থেকে ২০ চিনা সেনার সঙ্গে হাতাহাতিতে পর্যন্ত জড়িয়ে পড়ে।
সেই দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার জন্যই সীমান্তের চুশুল মোলদোতে পারস্পারিক বৈঠকে বসছেন দুই দেশের শীর্ষ সেনা আধিকারিকরা। ভারতের হয়ে সেখানে প্রতিনিধিত্ব করবেন ১৪ নম্বর কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। ভারতই আহ্বান জানিয়েছিল এই দ্বিপার্শ্বিক বৈঠকে। যেখানে স্বতস্ফূর্ত ভাবেই সাড়া দিয়েছে বেজিং।
তবে এর আগেও অনেকবার এই সামান্ত বিবাদ নিয়ে বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে। কিন্তু কোনও সমাধান মেলেনি। তবে সূত্রের খবর, এবার বৈঠকে ইতিবাচক ইঙ্গিত রয়েছে।
ভারত এবং চিনের এই সমস্যার মধ্যস্থতা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দুই দেশই ট্রাম্পের প্রস্তাপ মেনে নেয়নি। পরিবর্তে নিজেদের মধ্যেই কথা বলার দিকে হেঁটেছে তাঁরা। তারই প্তিফলন মিলবে ৬ জুনের বৈঠকে।
এর আগেও ২০১৭ সালে পূর্ব হিমালয়ের সীমানা নিয়ে বিবাদ হয়েছিল ভারতের সঙ্গে চিনের। তিনমাস ধরে কায়েম ছিল উত্তেজনা। তবে ভারত ও চিনের বিবাদ চরমে পৌঁছে ছিল ১৯৬২ সালে। ভয়ানক যুদ্ধে লিপ্ত হয়েছইল দুই দেশ ক্ষয়ক্ষতির পরিমান ছিল ব্যাপক।