EXPLAINED | Virat Kohli And Rohit Sharma: `ওদের কিন্তু...`, মুম্বই টেস্টের আগে মহারথীদের সময় বাঁধা হল! কোচের নিদানে ঝড়...

Wed, 30 Oct 2024-6:12 pm,

ভারতের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টেস্ট সিরিজ, এক ম্যাচ হাতে রেখেই নিউ জিল্যান্ড ২-০ জিতে নিয়েছে। বেঙ্গালুরুতে কিউয়িরা প্রথম টেস্ট ৮ উইকেট জিতে নিয়েছিল। পুণেতে দ্বিতীয় টেস্ট ১১৩ রানে জিতে কিউয়িরা সিরিজ পকেটে পুরে ফেলে! মুম্বইতে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট। ওয়াংখেড়েতে যদি ভারত হারে, তাহলে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হবেন রোহিত শর্মার বাহিনী।

 

বিরাট-রোহিত এই সিরিজে রয়েছেন চরম অফ-ফর্মে। তাই নিয়ে সমালোচনার ঝড় উঠছে...

 

বাংলাদেশের বিরুদ্ধে  কোহলির রান ছিল ৯৯, ৩৩.০০-র গড়ে। রোহিতের রান ছিল ৪২, ১০.৫০ -এর গড়ে। কিউয়িদের বিরুদ্ধে রোহিতের এখনও পর্যন্ত সংগ্রহ ৬২ রান। কোহলির ব্য়াট থেকে এসেছে ৮৮ রান। বোঝাই যাচ্ছে রানহীনতায় দুই মহারথী। 

 

মুম্বইতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্ট খেলার ঠিক চারদিন পরেই, রোহিত শর্মারা বিরাট দল নিয়ে উড়ে যাবেন পার্থে। দু'মাসের কাছাকাছি অস্ট্রেলিয়ায় থাকবে টিম ইন্ডিয়া। দুয়ারে বর্ডার-গাভাসকর ট্রফি। অজিদের বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আর এই সিরিজে কিন্তু দুই ব্য়াটিং তারকার দিকেই থাকবে চোখ। 

 

বিরাট-রোহিতেই অটুট আস্থা অভিষেক নায়ারের। ভারতের সহকারি কোচ মুম্বই টেস্টের আগে বললেন, 'যখন কোনও টপ প্লেয়ার খারাপ ফর্মের মধ্য়ে দিয়ে যায়, তখন তাদের সময় ও জায়গা দিতে হয়। বিশ্বাস রাখতে হয় যে, ওরা ফিরে আসবে। বিরাট-রোহিত বলেই নয়, সবাই কঠোর পরিশ্রম করছে। শুভমন গিলের মতো তরুণও আছে। ওদের প্রয়াস দেখার মতো। কিছু সময়ে ধৈর্য ধরতে হয়। সেরার সেরা প্লেয়াররা কঠিন সময়ের মধ্য়ে দিয়ে যায়। আমি নিশ্চিত আমরা দ্রুত ওদের প্রশংসা করার মতো রসদ খুঁজে নেব।'

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link