চলছে করোনার বিরুদ্ধে `সার্জিক্য়াল স্ট্রাইক`, একদিনে সুস্থ ২৮ হাজার, আক্রান্ত ৩৭ হাজার!

Wed, 22 Jul 2020-12:11 pm,

নিজস্ব প্রতিবেদন: দেশে গত ২৪ ঘন্টায় করোনা কাত করে সুস্থ হয়ে উঠেছেন ২৮ হাজার ৪৭২ জন। আক্রান্ত হয়েছেন  ৩৭ হাজার ৭২৪ জন। গোটা ভারতে এখন মোট আক্রান্তর সংখ্যা ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫ জন। পাল্লা দিয়ে মোট সুস্থ ৭ লক্ষ ৫৩ হাজার ৫০ জন। অর্থাৎ সক্রিয় আক্রান্ত ৪ লক্ষ ১১ হাজার ১৩৩।

 

গত ২৪ ঘন্টায় মোট প্রাণ হারিয়েছেন ৬৪৮ জন। দেশে এপর্যন্ত কোভিডের কবলে মোট প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ৭৩২ জন। সুস্থতার হার ৬৩.১২ শতাংশ।

 

মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৩৬ জন। সে রাজ্যে মোট আক্রান্ত ৩ লক্ষ ২৭ হাজার ৩১ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ১৮৮ জন। যার দরুন এপর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮২ হাজার ২১৭ জন। ঠাকরে রাজ্যে মোট প্রাণ হারিয়েছেন ১২ হাজার ২৭৬ জন। সক্রিয় আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার ৫৩৮।

 

দিল্লিতে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ২৫ হাজার ৯৬ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৬ হাজার ১১৮ জন। সক্রিয় করোনা রোগী ১৫ হাজার ২৮৮ জন। মোট প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৬৯০ জন।

তামিলনাড়ুতে ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৮৯৪ জন। আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৬৫ জন। সে রাজ্যে মোট আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ৬৪৩। মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২৬ হাজার ৬৭০ জন। সক্রিয় করোনা আক্রান্ত ৫১ হাজার ৩৪৭। মোট প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬২৬ জন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link