২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত লক্ষাধিক, পশ্চিমবঙ্গে ১,৯৫৭
নিজস্ব প্রতিবেদন: গতবছর এতটাও ভয়াবহ হয়নি, যা করোনার দ্বিতীয় ঢেউয়ে ঘটেছে। দেশে দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গেল ১ লক্ষ। ২৪ ঘন্টায় ভারতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন।
দেশের এই দৈনিক সংক্রমণের হার সবচেয়ে বেশি মহারাষ্ট্র সহ ৯ থেকে ১০ টি রাজ্যে। ভ্যাকসিনও দমাতে পারছে না সংক্রমণকে।
২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৭৪ জন। যার মধ্যে মুম্বইতে ১১ হাজার ১৬৩ জন।
কেরলে আক্রান্তের সংখ্যা ২৮০২, কর্ণাটকে ৪,৫৫৩, অন্ধ্রপ্রদেশে ১৭৩০, তামিলনাড়ুতে ৩৫৮১, দিল্লিতে৪০৩৩, উত্তরপ্রদেশে ৪১৩৬, পশ্চিমবঙ্গে ১,৯৫৭, ছত্তিসগঢ়ে ৫২৫০, গুজরাট ২৮৭৫, মধ্যপ্রদেশে ৩১৭৮, পঞ্জাবে ৩০০৬ জন।
আবারও শীর্ষে ভারত। তবে তা করোনা সংক্রমণে। এবং দৈনিক সংক্রমণের নিরিখে। মোট সংক্রমণের নিরিখে অবশ্য আমেরিকা (US) শীর্ষে, তার পরে ব্রাজিল (Brazil), তৃতীয় স্থানে ভারত (India)। কিন্তু এখন দেখা যাচ্ছে, মোট সংক্রমণে বাইডেনের দেশ শীর্ষে থাকলেও, দৈনিক সংক্রমণ তারা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছে। পেরেছে ব্রাজিলও। কিন্তু এ ক্ষেত্রে একটু পিছিয়েই পড়ল ভারত। এখন দৈনিক সংক্রমণে আমেরিকা-ব্রাজিলকে টপকে শীর্ষে ভারত।