গত সাত দিনে নতুন সংক্রমণের নিরিখে বিশ্বে প্রথম ভারত
গত ৪-১০ অগস্ট করোনা সংক্রমণ বৃদ্ধির নিরিখে বিশ্বে এক নম্বরে ভারত। একটানা গত ৭ দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের থেকে বেশি করোনা আক্রান্ত ধরা পড়েছে ভারতে।
গত ৪ থেকে ১০ অগস্টে বিশ্বজুড়ে যত নতুন করোনা সংক্রমণ ঘটেছে, তার ২৩ শতাংশই ভারতে। এই একই সময়ে বিশ্বে করোনায় মৃত্যুর ১৫ শতাংশই ভারতে।
মোট করোনা সংক্রমণের দিক দিয়ে এখনও বিশ্বে তৃতীয় স্থানে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।
ভারতে গত ৪ থেকে ১০ অগস্টে মোট নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৪,১১,৩৭৯ জন। মৃত ৬,২৫১।
মার্কিন যুক্তরাষ্ট্রে গত ৪ থেকে ১০ অগস্টে মোট নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৩,৬৯,৫৭৫। মৃত ৭,২৩২। ব্রাজিলে এই এক সপ্তাহে কোভিড পজিটিভ ৩,০৪,৫৩৫। প্রাণহানির সংখ্যা ৬,৯১৪।