গুলমার্গে তৈরি হল প্রথম Igloo Cafe, দেখুন ছবিতে
নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরের গুলমার্গে তৈরি হল Igloo Cafe। যা ওই উপত্যকার এখন মূল আকর্ষণ। উপচে পড়ছে পর্যটকদের ভিড়। সম্পূর্ণ ক্যাফেটা তৈরি হয়েছে বরফ দিয়ে। জানা গিয়েছে, এশিয়ার বৃহত্তম Igloo Cafe এটি।
Kolahoi Green Group of Hotels and Resorts তৈরি করেছে এই Cafe। জানা গিয়েছে, এই Igloo Cafe ভারতে প্রথম।
ভারতের জন্য এটি নতুন ধারণা হলেও, বিশ্বের বিভিন্ন বরফে ঢাকা জায়গায় রয়েছে Igloo Cafe বা restaurant।
Limca Book of Records নাম উঠেছে Igloo Cafeর।
Igloo Cafe র উচ্চতা ১২.৫ ফুট। ব্যাস ২২ ফুট। ৪টি টেবিল রাখা হয়েছে। যাতে ছয় জন করে বসে খেতে পারবে।