কোহলিকে বিরাট সার্টিফিকেট `ব্যাটিং সম্রাট` ভিভ রিচার্ডসের
বিরাট কোহলির আগ্রাসন নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেট সমাজ। কেউ কেউ বলছেন, এতটা আগ্রাসন ভাল নয়। আরেক পক্ষের দাবি, বিরাটের এই আগ্রাসনটাই ওঁর সাফল্যের চাবিকাঠি। একদিন আগে শোয়েব আখতার সমর্থন জানিয়েছেন বিরাটকে। বলেছেন, এই আগ্রাসনটাই বিরাটের সেরাটা বের করে আনে। এবার ব্যাটিং সম্রাট ভিভ রিচার্ডসের সমর্থন পেলেন কোহলি।
ভিভ রিচার্ডস বিরাটের এমন আগ্রাসী মনোভাবে কোনও ভুল দেখছেন না। বরং তিনি বিরাটের আগ্রাসী নেতৃত্বে ভারতের সাফল্য দেখতে পাচ্ছেন।
ক্যারিবিয়ান কিংবদন্তি বলছেন, ''সাত, আট বা নয়ের দশকে ভারতীয় দলের শরীরী ভাষা এমন ছিল না। বিরাট এই আগ্রাসী মনোভাব ভারতীয় দলে আমদানি করেছে। বিরাটের আগ্রাসন আমার তো দারুন পছন্দ। এতে কোনও ভুল নয়। বিপক্ষকে আগ্রাসন ফিরিয়ে দেওয়াটাই ক্রিকেট। কোহলির নেতৃত্ব আমি উপভোগ করি।''
ভিভ আরও বললেন, ''বিরাট সব সময় ফলাফল চায়। ও হারতে পছন্দ করে না। ভারতীয় দলকে ও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। ওর নেতৃত্বে ভারতীয় দল বিদেশে লড়াই করছে। এটা তো ভাল দিক।''
অস্ট্রেলিয়ায় সিরিজ জেতার ব্যাপারে এটাই ভারতীয় দলের সামনে সেরা সুযোগ। ভিবি বললেন, ''অজিরা ভাল কামব্যাক করেছে। ভারত ও অস্ট্রেলিয়া, দুটো দলই লড়াই করতে পারে। তবে ভুললে চলবে না যে ভারতীয় দল এখন বিশ্বে এক নম্বর। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার শক্তি উপেক্ষা করলেও চলবে না। ''
ভিভ বলছিলেন, ''সিরিজ এখন যে কোনও দল জিততে পারে। তবে কোহলির আগ্রাসন ওকে কিছুটা হলেও এগিয়ে রাখছে। ১৯৭০-এ আমরা যখন অস্ট্রেলিয়ায় খেলতে এসেছিলাম তখন ওদের হাতে বিশ্বের সেরা স্পিনাররা ছিল। এখন ওদের কাছে সেরা পেসার রয়েছে। এটা ঘরের মাঠে ওদের বাড়তি শক্তি জোগাচ্ছে।''