মোবাইল ডেটার গতির দৌড়ে নেপাল-পাকিস্তানের থেকেও পিছিয়ে ভারত

Mon, 26 Oct 2020-11:20 pm,

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ-সহ অন্যান্য কারণে ভারতের মাথাপিছু জিডিপি বাংলাদেশের থেকেও নীচে নেমে যাবে বলে ভবিষ্যতবাণী করেছে কোনও কোনও মহল। তা বলে মোবাইলের ডেটা স্পিডও নেমে যাবে ভারত! তাও আবার পাকিস্তানেরও নীচে!

Ookla's Speedtest Global Index অনুযায়ী সেপ্টেম্বর মাসে মোবাইল ডেটার গতিতে দুনিয়ায় ভারতের স্থান ছিল ১৩১ নম্বরে। আর ব্রডব্যান্ডের স্পিডে ভারতের স্থান ছিল ৭০ নম্বরে। 

 

মোবাইল ডেটা স্পিডের দৌড়ে অগাস্ট মাসের থেকে আরও ২ ধাপ নেমে গিয়েছে ভারত। দেশে এখন মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ১২.০৭mbps, আপলোড স্পিড ৪.৩১ mbps। ব্রডব্রান্ডের গড় স্পিড ৪৬.৪৭mbps।

আন্তর্জাতিক ক্ষেত্রে মোবাইল ইন্টারনেটের যে স্পিড তার থেকে অনেক পিছিয়ে ভারত। এক্ষেত্রে  পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার থেকেও পিছিয়ে ভারত।

ভারতের মোবাইল ডেটার ডাউনলোড স্পিড যেখানে ১২.০৭ mbps সেখানে আন্তর্জাতিক ক্ষেত্রে গড় স্পিড ৩৫.২৬ mbps।

মোবাইলে ইন্টারনেটের গতির দৌড়ে বিশ্বে ২ নম্বরে রয়েছে চিন। সেখানে ডাউনলোড স্পিড ১১৩.৩৫ mbps। শ্রীলঙ্কার স্থান ১০২ নম্বরে(১৯.৯৫ mbps),পাকিস্তানের মোবাইল ইন্টারনেটের ডাউনলোড স্পিড ১৭.১৩ mbps। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link