বিশ্ব ব্যাঙ্কের ব্যবসাবান্ধব দেশের সূচকে ২৩ ধাপ উঠে ৭৭তম স্থানে ভারত

Wed, 31 Oct 2018-8:51 pm,

গতবছরের সাফল্যের ধারা অব্যাহত রেখেই ব্যবসাবান্ধব দেশের তালিকায় আরও উন্নতি করল ভারত। ২৩ ধাপ উপরে উঠল দেশ।

‘Doing Business’ 2019 বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ১৯০টি দেশের মধ্যে ২৩ ধাপ উঠে স্থান ৭৭তম স্থানে উঠে এল ভারত।  

বলে রাখি, গতবছর এই রিপোর্টেই ৩০ ধাপ উপরে উঠে একশোয় চলে এসেছিল ভারত। এবছর আরও ২৩ ধাপ উপরে উঠল দেশ।

বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে, ‘ease of doing business’ সূচকের   ১০টি মানদণ্ডের মধ্যে ৬টিতে উন্নতি করেছে ভারত। 

সহজে ব্যবসা করা যায় এমন দেশের সূচকে সর্বোচ্চ স্থানে নিউজিল্যান্ড। সবার শেষে সোমালিয়া। চলতিবছর সূচকে উন্নতি করা দেশের মধ্যে প্রথম দশে চিন। ৩০ ধাপ উঠে তারা ৪৬ তম স্থানে। পড়শি পাকিস্তান ১৩৬ তম স্থানে।  

মানদণ্ডের মধ্যে রয়েছে, ব্যবসার সূচনা, অনুমোদন, বিদ্যুতের যোগান, সহজলভ্য ঋণ, কর, সীমান্তের বাণিজ্য, চুক্তি ও দেউলিয়া নীতি।

বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে, ভ্যাটের পরিবর্তে জিএসটি এনেছে কেন্দ্র। এর ফলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুততর হয়েছে। এর সঙ্গে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে আমদানি ও রফতানির খরচ এবং সময় কমে গিয়েছে। ইলেকট্রনিক সিলের কন্টেনার থেকে পরিকাঠামোর আধুনিকীকরণের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। 

রাজনৈতিক মহলের মতে, ২০১৯ সালের লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর হাতে আরও একটা হাতিয়ার তুলে দিল এই সূচক। কারণ মোদীর জমানাতেই ১৩০ থেকে উঠে ভারতের স্থান এখন ৭৭ নম্বরে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link