২৮ দিনে সংক্রমণ বাড়ল ৪৩৭ শতাংশ, মৃত্যু ১১৪ শতাংশ! দেশে উদ্বেগজনক করোনা পরিস্থিতি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাফিয়ে বাড়ছে সংক্রমণ। একদিনে ৩,৮৮৩ জনের পর গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৬৪১ জন।
দৈনিক আক্রান্ত বাড়ার সঙ্গেই দেশে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০,২১৯ জন।
শুধু নতুন করে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা-ই বাড়া নয়, করোনায় ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণ হারিয়েছেন ১১ জন।
তার মধ্যে ৩ জন মহারাষ্ট্রের, একজন করে দিল্লি, কেরালা, কর্নাটক ও রাজস্থানের বাসিন্দা।
বর্তমানে করোনায় দৈনিক পজিটিভিটি রেট ৬.১২ আর সাপ্তাহিক পজিটিভিটি রেট রেকর্ড হয়েছে ২.৪৫ শতাংশ।
পরিসংখ্যান বলছে, গত ২৮ দিনে দেশে করোনার সংক্রমণ ৪৩৭ শতাংশ বেড়েছে। মৃত্যুও বেড়েছে ১১৪ শতাংশ।