সময়ে টাকা জমা করেনি; বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন হাতছাড়া করল ভারত
ভারতে হচ্ছে না ২০২১ সালে ছেলেদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ।
বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজনের সুযোগ হাতছাড়া করল ভারত।
প্রতিযোগিতা আয়োজন করার জন্য নির্দিষ্ট সময়ে যে অর্থ বিশ্ব বক্সিং সংস্থার কাছে জমা দেওয়ার কথা ছিল, সেই টাকা সময়ে জমা করতে পারেনি ভারত।
বিশ্ব বক্সিং সংস্থা জানিয়ে দিয়েছে, ভারত ২০২১ সালে ছেলেদের বক্সিং বিশ্বচ্যাম্পিয়ন আয়োজন করতে পারবে না।
এদিকে চুক্তি ভঙ্গ করায় বিশ্ব বক্সিং সংস্থাকে ৫০০ ডলার জরিমানা দিতে হবে ভারতকে। সার্বিয়ায় হবে এই প্রতিযোগিতা।