EXPLAINED | ICC WTC Final: অ্যাডিলেডে হেরে শীর্ষস্থান খোয়াল ভারত! ফাইনালের টিকিট কি আদৌ পাবেন রোহিতরা?

Sun, 08 Dec 2024-1:13 pm,

শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার থেকেও পিছিয়ে পড়লেন রোহিতেরা। ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল অস্ট্রেলিয়া। 

কামিন্সেরা ১৪টি টেস্ট খেলে ন’টিতে জয় পেয়েছে, একটি ড্র করেছে। সম্ভাব্য সর্বোচ্চ ১৬৮ পয়েন্টের মধ্যে কামিন্সদের সংগ্রহ ১০২। শতাংশের হিসাবে ৬০.৭১। এই পয়েন্ট শতাংশের নিরিখে শীর্ষে থাকা দু’দল টেস্ট বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগ পায়। দ্বিতীয় স্থানে রয়েছে আসা দক্ষিণ আফ্রিকা। ন’টি টেস্ট খেলে তাদের পাঁচটি জয়, একটি ড্র। সম্ভাব্য সর্বোচ্চ ১০৮ পয়েন্টের মধ্যে প্রোটিয়াদের সংগ্রহ ৬৪। শতাংশের হিসাবে ৫৯.২৬। তৃতীয় স্থানে নেমে গেল ভারত। 

১৬টি টেস্ট খেলার পর রোহিতদের জয় ন’টিতে এবং হার দু’টি। সম্ভাব্য সর্বোচ্চ ১৯২ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ১১০। শতাংশের হিসাবে ৫৭.২৯। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে শ্রীলঙ্কা। তারা ১০টি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে। সম্ভাব্য সর্বোচ্চ ১২০ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ৬০। শতাংশের হিসাবে ৫০.০০। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সাফল্য পঞ্চম স্থানে তুলে এনেছে ইংল্যান্ডকে। বেন স্টোকসেরা ২১টি টেস্ট খেলে ১১টি জিতেছেন, একটি ড্র করেছেন।

সম্ভাব্য সর্বোচ্চ ২৫২ পয়েন্টের মধ্যে তাঁদের সংগ্রহ ১১৪। শতাংশের হিসাবে ৪৫.২৪। পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে কিউয়িরা টম লাথামের দল ১৩টি টেস্ট খেলে জয় পেয়েছে ছ’টিতে। সম্ভাব্য সর্বোচ্চ ১৫৬ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ৬৯। শতাংশের হিসাবে ৪৪.২৩। সপ্তম স্থানে পাকিস্তান। তারা ১০টি ম্যাচ খেলে চারটি জিতেছে। সম্ভাব্য সর্বোচ্চ ১২০ পয়েন্টের মধ্যে পাকিস্তানের সংগ্রহ ৪০। শতাংশের হিসাবে ৩৩.৩৩। 

পয়েন্ট তালিকায় শেষ দু’টি স্থানে রয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ়। অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। তারা ১২টি টেস্ট খেলে জয় পেয়েছে চারটি ম্যাচে। সম্ভাব্য সর্বোচ্চ ১৪৪ পয়েন্টের মধ্যে বাংলাদেশের সংগ্রহ ৪৫। শতাংশের হিসাবে ৩১.২৫। আর ক্যারিবিয়ানেরা ১১টি টেস্ট খেলে দু’টি জিতেছেন এবং দু’টি ড্র করেছেন।

সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ়ের সংগ্রহ ৩২। শতাংশের হিসাবে ২৪.২৪।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link