পারথে দ্বিতীয় টেস্টে নামার আগে চোট সমস্যা ভারতীয় শিবিরে, ১৩ সদস্যের দলে পাঁচ পেসার
# অ্যাডিলেডে প্রথম টেস্টে ৩১ রানে জিতে চার টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে বিরাটের টিম ইন্ডিয়া। কিন্তু দ্বিতীয় টেস্টে নামার আগে চোট সমস্যায় জেরবার ভারতীয় দল। তাই পারথ টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
# পৃথ্বি শ : প্রস্তুতি ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও দ্বিতীয় টেস্টে নেই পৃথ্বী।
# রোহিত শর্মা : অ্যাডিলেডে ফিল্ডির করতে গিয়ে লোয়ার ব্যাকে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। চিকিত্সা চলছে। পারথে নেই রোহিত।
# আর অশ্বিন : পেটের পেশীতে ব্যাথার জন্য দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অশ্বিন। বড় ধাক্কা ভারতীয় শিবিরে।
১. বিরাট কোহলি (অধিনায়ক)
২. আজিঙ্কে রাহানে (সহ অধিনায়ক)
৩. কে এল রাহুল
৪. মুরলী বিজয়
৫. চেতেশ্বর পূজারা
৬. হনুমা বিহারি
৭. ঋষভ পন্থ (উইকেটকিপার)
৮. রবীন্দ্র জাদেজা
৯. ইশান্ত শর্মা
১০. মহম্মদ শামি
১১. যশপ্রীত বুমরা
১২. ভুবনেশ্বর কুমার
১৩. উমেশ যাদব